ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা গত শনিবার দুপুরে ডা. কে আহম্মেদ পৌর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, প্রধান বক্তা ছিলেন- খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি ও বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পাভিন জামান কল্পনা ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আব্দুল মজিদ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিদ্বয় ও সাবেক এমপি শফিকুর রহমান অপু ও জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক এমপি শফিকুল আজম চঞ্চল, ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, মহেশপুর-কোটচাঁদপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক নবী নেওয়াজ, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কনক কান্তি দাস প্রমুখ। বক্তব্য রাখেন- ছয় উপজেলা আওয়ামী লীগের সভাপতিদ্বয় যথাক্রমে শৈলকুপা উপজেলা মোশাররফ হোসেন শোনা শিকদার, ঝিনাইদহ সদর শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী, হরিণাকু-ু উপজেলার মশিউর জোয়ার্দ্দার, মহেশপুরের ময়জুদ্দিন হামিদ ও কোটচাঁদপুরের শরিফুন্নেছা মিকি।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যাকেই নৌকা প্রতীক দেবেন তার পক্ষেই সকলকে কাজ করতে হবে সেই আহ্বান জানান তিনি।