ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার টিপু সুলতান ও একই এলাকার ফারুক হোসেন।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গ্রেফতারকৃতরা ব্যাপারী পাড়া এলাকায় ফেরি করে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ টিপু সুলতান ও ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।