চুয়াডাঙ্গায় সাড়ে ৪শ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

পুলিশের আহ্বানে যারা সাঁড়া দেয়নি তাদের পরিণতি হবে ভয়াবহ : খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান

স্টাফ  রিপোর্টার: ‘আর মাদক নয়, সুস্থ্য জীবন চাই’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে চুয়াডাঙ্গা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন ৪৩০ জন মাদক ব্যবসায়ী। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামানের হাতে ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করেন মাদক ব্যবসায়ীরা।
চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরী মাদক ব্যবসায়ীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান জানান, যারা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আজ যে সকল মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর যারা মাদক ব্যবসা চালিয়ে যাবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আজ যে সকল মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলেন তারা সকলেই পুলিশের তালিকাভূক্ত বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। জেলা পুলিশিং কমিটির মহাসমাবেশে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় শহরের শহিদ হাসান চত্বর থেকে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ( সট : ১/ বেলায়েত হোসেন , ভারপ্রাপ্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা, ২/ এসএম মনিরুজ্জামান , ডিআইজি , খুলনা )