স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক প্রদিবিধান সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এতে অংশ নেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক আব্দুস সালাম এ মহড়া পরিচালনা করেন। তিনি বলেন, অগ্নিকা-সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিও লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিশেষ মহড়ার আয়োজন। ভূমিকম্প ও অগ্নিকা-ের মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস তার কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়ার ব্যবস্থা করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারকে ধন্যবাদ জানান।