শততম টেস্ট খেলতে শ্রীলংকা যাচ্ছেন ইমরুল

 

স্টাফ রিপোর্টার: ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে পারেননি বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে মাঠে নামতে পারেন ইমরুল। আগামী ৭ মার্চ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। ওই টেস্টকে সামনে রেখে গত ২১ ফেব্রুয়ারি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই স্কোয়াডে ছিলেন না ইমরুল কায়েস। অবশ্য দল ঘোষণার সময়ই জানানো হয়েছিলো- বিসিএলে ইমরুল কায়েসের ফিটনেস দেখে তাকে দ্বিতীয় টেস্টের জন্য খেলানোর চিন্তা করা হবে। এরই মধ্যে বিসিএলে একটি সেঞ্চুরিও তুলে নেন ইমরুল। সেই সুবাদে বাংলাদেশের শততম টেস্টে খেলার সুযোগ পেতে পারেন ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টের জন্য ইমরুল কায়েসকে শ্রীলংকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
১১ মার্চ শ্রীলংকার উদ্দেশে ইমরুলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।