আলমডাঙ্গা কুমারীর স্বাস্থ্য কেন্দ্রের সরকারি গাছ প্রকাশ্যেই কেটে নিলেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার

ভ্রাম্যমাণ সংবাদদাতা: আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি গাছ প্রকাশ্যে কেটে নিলেন দায়িত্বপ্রাপ্ত ডা. মনজুরুল ইসলাম। শনিবার দুপুরে শ্রমিক লাগিয়ে দামি একটি শিশুগাছ তিনি অবৈধভাবে কেটে নেন। ডা. মনজুরুল দাবি করেছেন উপজেলা প্রশাসনকে জানিয়েই তিনি গাছটি কাটছেন। তবে এ ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। তারা অভিযুক্ত ডা. মনজুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগকারীরা জানান, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কোল ঘেঁষে বড় একটা শিশুগাছ ছিল দীর্ঘদিন ধরে। গাছটি খুব সোজা ও সারি হওয়ায় সেইদিকে নজর দেন ডা. মনজুরুল ইসলাম। কোনো বিধি বিধান তোয়াক্কা না করেই শনিবার দুপুরে গাছ কাটা শ্রমিক লাগিয়ে দেন। বিকেলে সেটি কেটে ফেলা হয়। প্রায় ২৫ হাজার টাকা মূল্যের গাছটি অবৈধভাবে কেটে নেয়ায় এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে অভিযুক্ত ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনকে জানিয়েই গাছটি কাটা হয়েছে।’ তবে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ‘গাছ কাটার ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। তাছাড়া সরকারি গাছ কাউকে জানিয়ে কেটে নেয়ার কোনো বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’