মাঠ বাঁচাও না হলে খেলাধুলা বন্ধ করে দাও

চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন সড়কে চোখ ও মুখ ঢেকে মানব বন্ধনে স্লোগান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠ রক্ষার দাবীতে গতকাল সকাল ১০টায়  চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন শহীদ আবুল কাশেম সড়ক এলাকার খেলোয়াড় ও যুবকরা  মানববন্ধন করেছে। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ ঐতিহ্যবাহী মাঠ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। তাই মাঠটি মেরামত ও রক্ষার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়া চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল বলেন, চুয়াডাঙ্গা টাউন মাঠ হয় বাঁচাতে হবে, না হলে আমাদের খেলাধুলা চিরতরে বন্ধ করে দিতে হবে। মাঠ যদি খেলার উপযোগী না থাকে তাহলে খেলোয়াড় থেকেই বা কি? না থেকেই বা কি?। এ মানববন্ধনে অংশগ্রহন করেণ ফুটবলার  (গোলরক্ষক) রিয়ান, ছোট রাসেল , পুলক, পিয়াস, রুবেল, সাকিব, সৌরভসহ শতাধিক খেলোয়াড়। মানববন্ধনকারীরা চোখ-মুখ ঢেকে মানববন্ধনে অংশ নেয়। তাদের দাবী খেলার মাঠের প্রতি অত্যাচার আমরা চোখ দিয়ে দেখতে চায় না।