ফেনসিডিল ও গাঁজা উদ্ধার ॥ ঝাঁজাডাঙ্গার মোজাফফর আটক

দামুড়হুদার বাড়াদী বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদী বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ব্যাটারি চালিত ভ্যানসহ উদ্ধার করেছে ফেনসিডিল ও গাঁজা। আটক করেছে দামুড়হুদার ঝাঁজাডাঙ্গা গ্রামের মোজাফফর নামের অভিযুক্ত এক মাদক পাচারকারীকে। আটককৃতের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঝাঁজাডাঙ্গা-ছয়ঘরিয়া সড়কে। বিজিবি সদস্যরা ওই সড়ক থেকে ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করে ঝাঁজাডাঙ্গা গ্রামের মুঞ্জুরুল ইসলামের ছেলে মোজাফফরকে (২৫)।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে মোজাফফরের ব্যবহৃত ভ্যান তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কালাম বাদী হয়ে গতকালই আটককৃত মোজাফফরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একই দল নাস্তিপুর গড়াই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ৮৪ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজা।