শম্ভুনগর থেকে বাগুন্দা যাওয়ার প্রধান রাস্তাটির করুণদশা

 

 

জিয়াউর রহমান জিয়া: বর্ষা শুরু হলেই চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শম্ভুনগর থেকে বাগুন্দা ৩ কিলোমিটার রাস্তায় হাঁটু সমান কাদায় পূর্ণ থাকায় সাধারণ পথচারীসহ যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের চরম অবহেলা ও খামখেয়ালিপনার কারণে এ ব্যস্ততম বাস্তাটি প্রতি আজও কারো নজর পড়েনি। যার ফলে মাত্র ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ ও পিচের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের প্রায় ৩টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি পর্যন্ত আনতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মরসুমে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। না চলে ভ্যান না যায় গাড়ি। ফলে এলাকার জনসাধারণের নাজুক অবস্থার মধ্যে ওই রাস্তাটুকু পার হতে হয়। রাস্তাটির কোথাও কোথাও প্রায় ৩ থেকে ৪ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।অতিসত্ত্বর রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করার জন্য এলাকার অসংখ্য সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে।