তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া রান পেয়েছেন মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেটে ৩৯১ রান করেছে। লিটন ৫৭ এবং তাইজুল ইসলাম ৪ রান নিয়ে অপরাজিত আছেন। গতকাল বৃহস্পতিবার মোরাতুয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রান করে আউট হন সৌম্য সরকার। তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দারুণ ব্যাট করেন তামিম। তাদের জুটিতে আসে ১৪৩ রান। এরপর ৭৩ রানে রিটায়ার্ড আউট হন মুমিনুল হক। এরপর মুশফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তামিম। মুশফিক ২১ রান করে আউট হন। এছাড়া তামিম ১৩৬ রান করে রিটায়ার্ড আউট হন। তামিমের ইনিংসটি ৭টি ছয় ও ৯টি চারের মারে সাজানো। এরপর সাকিব আল হাসানও দ্রুত রান তুলতে গিয়ে আউট হন। তিনি ৩০ রান করেন। সাকিব ফিরে গেলেও দারুণ খেলতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। এই জুটিতে আসে ৫৯ রান। এরপর রিয়াদ ৪৩ রান করে আউট হন।

এদিকে ভারতের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে ভালো করলেও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন মিরাজ। তিনি মাত্র ১ রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের পক্ষে চামিকা করুনারত্নে ৩টি, লাহিরু সামারকোন ও লাসিথ আম্বুলদেনিয়া ১টি করে উইকেট লাভ করেন।