চুয়াডাঙ্গা টাউন মাঠ এখন মারণ ফাঁদে পরিণত হয়েছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী টাউন ক্লাব ফুটবল মাঠ এখন মারণ ফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর অবহেলিত হয়ে পড়ে থাকা এ মাঠটি এখন এলাকাবাসী চরম দুর্ভোগের আরেক নাম। মাঠে যেমন চারিদিক দিয়ে হরহামেশা সাধারণ মানুষের চলাচল, তেমনি মাঠটি পরিণত হয়েছে অরক্ষিত গোচারণ ভূমিতে। এ মাঠে প্রতিনিয়ত সভা-সমাবেশ সেমিনার হয়ে থাকে সরকারি-বেসরকারিভাবে। তাতে কোনো সমস্যা নয়। সমস্যা হয়ে দাঁড়ায় তখন যখন মাঠে গর্ত করে সেগুলো বন্ধ না করে দায়সারাভাবে মাঠ মেরামত করা হয় লোক দেখানোর ছলে। এতদাঞ্চলের যুবকদের একমাত্র খেলার জায়গাটি আজ চরম অবহেলিত। শুধু যুবকদের খেলাধুলার জন্যই জায়গাটি ব্যবহার হয় না, সাধারণ মানুষ সকাল-সন্ধ্যা এ টাউন মাঠের সবুজ ঘাসে ঘুরে বেড়িয়ে নির্মল বাতাস গ্রহণ করে থাকে। এ মাঠের বুকে যেমন হাজারো গর্তে ভরপুর, তেমনি মাঠের পূর্বপাশ দিয়ে নির্মিতব্য একটি পানি নিষ্কাশন ড্রেন মারণ ফাঁদে পরিণত হয়ে আছে। গতকাল চুয়াডাঙ্গা মসজিদপাড়ার রাশেদের ছেলে আমির হামজা এ মাঠে ফুটবল খেলতে গিয়ে গর্তে পা ঢুকে তার ডান পা ভেঙে গেছে। একের পর এক দুর্ঘটনা ঘটার পরও কি মাঠের দিকে কারো নজর পড়বে না?