চায়ের দোকানে আগুন : ধোঁয়ায় ছেলে নিহত, বাবা অসুস্থ
স্টাফ রিপোর্টার: রাজধানীর কুড়িল বিশ্বরোডের চায়ের দোকানে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় নয়ন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা শাজাহান (৬৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ওসি নুরুল মুস্তাকিন জানান, ওই চায়ের দোকানে আগুন লাগলে ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শ্বাসকষ্টে নয়ন মারা যায়। তার বাবা বর্তমানে চিকিত্সাধীন।
আরেকটি গাড়ি জমা দিলো বিশ্বব্যাংক
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তার ব্যবহৃত আরেকটি গাড়ি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জব্দ দেখিয়েছে। গতকাল রোববার সকালে কাগজপত্র যাচাই শেষে গাড়িটি জব্দ দেখানো হয়। এ নিয়ে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে সংস্থাটির মোট তিনটি গাড়ি জব্দ হলো। রোববার জব্দ করা গাড়িটি ব্যবহার করতেন নিহাল ফার্নান্দো। তিনি সংস্থাটিতে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সিনিয়র রুরাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এখানে থাকাকালে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশে তিনি গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় কেনেন। পরে ২০১০ সালের ডিসেম্বরেই স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন নিহাল। তার (কাস্টমস পাসবুক নং ৫০/০৮) ব্যবহৃত ওই গাড়ি ২০০৬ সালের টয়োটা এলিয়ন মডেলের। বাংলাদেশ ত্যাগের আগে আইনানুযায়ী কাস্টমস পাসবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যাননি নিহাল। এতে শুল্ক আইন ভঙ্গ হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।
শাহজালালে মাইক্রোওভেন থেকে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাইক্রোওভেনে লুকিয়ে পাচারের সময় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছেন গোয়েন্দারা। গতকাল রোববার বিকেলে বেলাল হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে এ সোনাগুলো উদ্ধার করা হয়। ফেনীর বেলাল হোসেন নামের এক যাত্রী সকালে বিমানবন্দরে অবতরণ করেন। তার সাথে করে আনা মাইক্রোওভেন খুলে ভেতরে রাখা সোনা উদ্ধার করা হয়।
সিপিবি-বাসদের হরতালে বিএনপির সমর্থন
স্টাফ রিপোর্টার: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। সিপিবি-বাসদের হরতালে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ইতোমধ্যে গ্যাসের দাম ২২ দশমিক ৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এতে সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। আমরা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থি দলগুলোর ডাকা হরতাল আমরা সমর্থন করি।
সহোদর দুই শিশুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার: দুই সহোদর শিশুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুস সামাদের ছেলে আবদুল আলী (৩৫), মারফত উল্লাহর ছেলে সায়েদ আলী (৪০) এবং আবদুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৮)। ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর দুই সহোদর শিশু আবদুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) কৌশলে সাথে নেয়। আত্মগোপন করে। লাশ উদ্ধার হয়। পরে দুই শিশুর বাবা বাদী হয়ে ঘটনার পরের দিন ওই তিনজনকে আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন।
গাছ লাগাতে যোদ্ধাদের প্রতি তালেবান নেতার আহ্বান
মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী ও সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তালেবানরা। শত্রুপক্ষের ওপর হামলা করতে বরাবরই যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে থাকেন সংগঠনটির নেতারা। তবে এবার অন্য রকম এক আহ্বান জানিয়ে আলোচনায় আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণ ও তালেবান যোদ্ধাদের পরামর্শ দিয়েছেন তিনি। আফগান জনগণ ও তালেবান যোদ্ধাদের প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে এক বিবৃতিতে আখুনজাদা বলেন, পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লার সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান। পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরনের বিবৃতি বিরল। কৃষিকাজের মধ্যে একমাত্র অবৈধ আফিম চাষের সাথে তালেবানের সংশ্লিষ্টতার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে শোনা যায়।
ভারতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৬
মাথাভাঙ্গা মনিটর: ভারতের মেঘালয়ে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক আরোহী গুরুতর আহত হয়েছেন। মেঘালয়ের পার্বত্য জেলা খাসিতে গতকাল রোববার একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে ট্রাকটিতে ৩০ জন যাত্রী উঠলেও পরে এটিতে ৬৫ জনেরও বেশি লোক উঠে। অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারায় বলে এর যাত্রীরা জানান। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জানান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, পাহাড়ি ওই রাস্তা দিয়ে দিয়ে তারা একটি গির্জায় প্রার্থনার উদ্দেশে যাচ্ছিলেন।
সাংবাদিকদের নৈশভোজ বর্জন ট্রাম্পের
মাথাভাঙ্গা মনিটর: একের পর এক গণমাধ্যমের ওপর তোপ দাগার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক নৈশভোজ বর্জনের ঘোষণা দিয়েছেন। টুইটবার্তার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। বিভিন্ন গণমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিদের সমিতি আগামী ২৯ এপ্রিল এ নৈশভোজের আয়োজন করেছে। ঐতিহ্য অনুযায়ী সাংবাদিকদের জমকালো এ আয়োজনে নামীদামি তারকা, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশ নেন। আর মার্কিন প্রেসিডেন্ট থাকেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। টুইটবার্তায় ট্রাম্প বলেন, আমি এ বছর হোয়াইট হাউস প্রতিনিধিদের সমিতির নৈশভোজে উপস্থিত থাকতে পারবো না। তবে সবাই সুন্দর একটা সন্ধ্যা কাটাবেন এমনটাই আমার প্রত্যাশা। হোয়াইট হাউসের এক অনানুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের সাংবাদিকদের নিষিদ্ধ করার পরপরই ট্রাম্প এ ঘোষণা দিলেন।