দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ১০ পুরিয়া গাঁজাসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যায় মজারপোতা গ্রামের মৃত হারেজ ম-লের ছেলে ছাদের আলী (৫৫) নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আকরাম হোসেন এমন গোপন সংবাদ পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করেন। এছাড়া দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী মুন্সিপুর গ্রামের মৃত মোজাম সর্দ্দারের ছেলে ওহাবকে (৪৮) ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চিলেপাড়ায় অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ ফরিদা বেগম (৩৫) নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করেছেন। আটক ৩ মাদকব্যবসায়ীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ফেনসিডিসহ আটক ওহাবকে আদালতে সোপর্দ করা হয়েছে। গাঁজা বিক্রেতা দুজনকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।