দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার বিষ্ণুপুর মাঝের পাড়ার একটি বাঁশবাগানে শিশুরা খেলছিলো। এ সময় ওই শুটারগানটি দেখে মাটি খুঁড়ে বের করে তারা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আকরাম হোসেন ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগানটি উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।