জীবননগর উথলীতে অবৈধভাবে পাচার ও পারাপার বিরোধী সভা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উথলী বাজারে স্থানীয় বিজিবি ক্যাম্পের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে স্থানীয় জনগণকে সতর্ক করে বক্তব্য রাখেন উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও স্থানীয় ইউপি সদস্য ইউনূছ আলী বক্তব্য রাখেন। জনসচেতনতা এ সভায় এলাকার সচেতন জনসাধারণ অংশগ্রহণ করেন।