শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাটিক প্রদর্শনিতে আলমডাঙ্গার দর্শকসাধারণ মুগ্ধ

 

আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় আলমডাঙ্গাবাসী মুগ্ধ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার এরশাদমঞ্চে এ অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটক দল দেশব্যাপী অ্যাক্রোবেটক প্রদর্শনীর অংশ হিসেবে গতকাল আলমডাঙ্গায় ওই প্রদর্শনীর আয়োজন করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহান আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, সমাজসেবা অফিসার আবু তালেব, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতিদ্বয় হামিদুল ইসলাম আজম ও শাহ আলম মন্টু ও পাপিয়া খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সম্পাদক রবিউল ইসলাম পকু মিয়া, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, মতিয়ার রহমান ফারুক, আলী আজগর সাচ্চু প্রমুখ। অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী উপভোগ করতে উল্লেখযোগ্য জনসমাগম ঘটে।  পুরো প্রদর্শনী সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাটিক দলের পরিচালক সুজন মাহবুব। রাত ৮টা থেকে রাত ১০টা অবধি অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী চলে। তার আগে আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো প্রদর্শনিজুড়ে দর্শকসাধারণ এতোটাই মুগ্ধ ছিলো যে মাঝে মাঝে করতালি দিতেও ভুলে যাচ্ছিলেন।