মেহেরপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় আশরাফুজ্জামানকে সংবর্ধনা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় হলরুমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি জেলা জজ আদালতের জিপি ও বুড়িপোতা ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. শাহজাহান আলীর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, অভিভাবক সদস্য মামলত হোসেন, ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির লাল্টু, রাহিনুজ্জামান পোলেন, অভিভাবক শ্রী ভারত কুমার পাল, শিক্ষার্থী মাহমুদা খাতুন ঝুমা, রাজু আহম্মেদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

Leave a comment