মাদক চোরাচালানের দায়ে পেলের ছেলে আটক

 

মাথাভাঙ্গা মনিটর: মাদক চোরাচালান ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক হলেন ফুটবল কিংবদন্তী পেলের ছেলে। দীর্ঘদিন এই অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে থাকার পর স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। পেলের ছেলে এদিনহো একসময় পেশাদার গোলরক্ষক ছিলেন। ২০০৫ সালে মাদক চোরাচালানের দায়ে তাকে প্রথম আটক করা হয়, কিন্তু জামিনে মুক্তি পান। পরবর্তীতে আদালতে বিচারকার্য শেষে ২০১৪ সালে ৩৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এদিনহোকে। কিন্তু সে এ সময় পলাতক ছিলো।

পরবর্তীতে আদালত তার শাস্তির মেয়াদ কমিয়ে ১২ বছর ১০ মাস করে। কিন্তু শর্ত প্রদান করা হয়, আদালতে এই রায়ের শুনানির পূর্বে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এ সময় নিজের ওপর আরোপিত সকল দায় অস্বীকার করেন এদিনহো। ব্রাজিলের সান্তোস শহরে একটি পুলিশ স্টেশনে গিয়ে তিনি দাবি করেন, আমি নির্দোষ। এ সময় তিনি আরো বলেন, ‘বিচারবিভাগের কার্যাবলীতে আমি হতাশ। অর্থ পাচারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই একই মামলায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার জন্য রোনালদো দুয়ের্তে বার্সোত্তি নামের এক ব্যক্তিকে সমান সাজা প্রদান করা হয়।