চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন

 

আব্দুল মালেক সভাপতি ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।। নির্বাচনে আব্দুল মালেক সভাপতি ও সাহিদুল হাসান ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুলের মালা গলায় পরিয়ে বরণ করেন কর্মীরা। গতকাল শনিবার মৎস্য আড়তদার মালিক সমিতির নিজেস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ১টা বুথে গোপণ ব্যালটের মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৪ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল করা হয়েছে। সাধারণ সম্পাদক সাহিদু হাসান ফিরোজ, দফতর সম্পাদক পদে আব্দুস সামাদ ও কোষাধ্যক্ষ পদে মনোয়ার হোসেন মনুর বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বেলা পৌনে ২টার দিকে নির্বাচন কমিশনার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মালেক (বাইসাইকেল) প্রতিকে ৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুল ইসলাম বিশ্বাস (মোবাইল) প্রতীকে পেয়েছেন ১২ ভোট। সহসভাপতি পদে মাইনুল ইসলাম রবিন (মাছ) ও হারুন অর রশিদ হারু (আনারস) এবং সহসাধারন সম্পাদক পদে পারভেজ হোসেন (হরিণ) ও কামরুজ্জামান তালু (চেয়ার) প্রতীক নিয়ে প্রত্যেকে সমান ২১ টা করে ভোট পাওয়ায় তারা সমঝোতা করে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে রবিন ও পারভেজকে নির্বাচিত ঘোষণা করে। সাংগঠনিক সম্পাদক পদে শামীম হোসেন সেলিম (খেজুর গাছ) প্রতীকে ২৪ ভোট পেয়ে নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল শেখ (রিকশা) পেয়েছেন ১৮ ভোট। ধর্মবিষয়ক সম্পাদক পদে হাজি মোতাহার হোসেন তোতা (গোলাপ ফুল) প্রতীকে ৩২ ভোট পেয়ে নির্বাচন হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহাম্মেদ রাজু (টুপি) প্রতীকে পেয়েছেন ১১ভোট। কার্যকরী সদস্য পদে হাফিজুল ইসলাম পলাশ (টেলিভিশন) ৪১, শ্যাম হালদার (মোমবাতি) ৩৭, আনন্দ হালদার (হাতপাখা) ৩৩, শহিদুল কদর জোয়ার্দ্দার (ফুটবল) ২৮ এবং আবু সাঈদ বিপ্লব (মোরগ) প্রতীকে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন- নির্বাচন কমিশনার অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, নির্বাচন কমিশনের সদস্য অ্যাড. হাজি এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. আবু তালেব। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন- বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ মর্তুজা এবং চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার এবং ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার।