চুয়াডাঙ্গা একাডেমির আলমগীর হোসেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

 

জাতীয় শিক্ষা সপ্তাহে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক আলমগীর হোসেন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত UITRCE’র মাস্টার ট্রেনার আলমগীর হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী বেনীপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। আলমগীর হোসেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পাস করে পার্শ্ববর্তী করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন এবং বিজ্ঞান বিভাগ না থাকায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ১ম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে বিএসসিতে ১ম শ্রেণি ও যশোর সরকারি টিসার্স ট্রেনিং কলেজ হতে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রিতে ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। প্রথমে তিনি কার্পাসডাঙ্গা আলিয়া মাদরাসায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালের ১ ডিসেম্বর চুয়াডাঙ্গা একাডেমীতে শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।

 

Leave a comment