অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইভটিজিং যৌন হয়রানী ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে সহায়তা করে
ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা পর্বে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণে শিক্ষার্থীদের বিকশিত করতে সহায়তা করে এবং ইভটিজিং, যৌন হয়রানি ও ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষা করতে সহায়তা করে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ইমতিয়াজ হোসেন, ডা. আফসার উদ্দিন কলেজের প্রভাষক মারুফ হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, গোকুলখালী পুলিশ ফাঁড়ির আইসি বজলুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা খাতুন, দাঁতা সদস্য ফরিদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশীদ, জহুরুল ইসলাম, মহাসিন আলী, আশেকে রাসুল মিলন, মাহমুদা খাতুন, সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, নাসির হোসেন, আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হামিদুল ইসলাম। সঞ্চলনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাহাবদ্দিন। আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেয়া বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের ভোটে বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া ক্রীড়া শিক্ষক হামিদুল ইসলামসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।