কেরুজ নিজস্ব জমিতে আখচাষের মাধ্যমে লাভজনক করতে হবে

হিজলগাড়ি কেরুজ বাণিজ্যিক খামার পরিদর্শনকালে করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন

 

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি ও ডিহি বাণিাজ্যিক খামার পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খামার দুটো পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাতে একেএম দেলোয়ার হোসেন বলেন, আখই কেরুজ চিনিকলের প্রাণ। তাই কেরুজ নিজস্ব জমিতে বেশি বেশি আখ চাষের কোনো বিকল্প নেই। বিগত দিনের হিসেব ভুলে যেতে হবে। মিলের নিজস্ব জমিতে বাধ্যতামূলকভাবে আখচাষ করে খামারগুলোকে লাভজনক অবস্থায় পৌঁছুতে হবে। কেরুজ চিনিকলকে রক্ষায় নিজেদের কর্ম দক্ষতার পরিচয় দিয়েই ফিরিয়ে আনতে হবে ঐহিত্যবাহী কেরুজ চিনিকলের সোনালী অতীত। এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের চিফ টিএস আকতার হোসেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, ডিজিএম (ফার্ম) আ. বারী, ডিজিএম (এগ্রো) উত্তম কুমার কুণ্ডু, ডিএম (ফার্ম) রওশানারা আরজু, ডিহি বাণিজ্যিক খামার ইনচার্জ আবু তালহা, হিজলগাড়ি ফার্ম ইনচার্জ ইউনুস আলী প্রমুখ। এদিকে আগামী ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমের জন্য ২০১৬-১৭ আখ রোপণ মরসুমে চিনিকলের ৯টি বাণিজ্যিক খামারের নিজস্ব জমিতে আখরোপণ করা হয়েছে ১ হাজার ৬ একর। এ আখের ফল বৃদ্ধির লক্ষ্যে সময়মতো পরিচর্যার কড়া তাগিদ দেন করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।