জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন : আনোয়ারুল সভাপতি এমআর বাবু সম্পাদক পদে পুনর্বিাচিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃস্পতিবার প্রেসক্লাব ভবনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে সাংবাদিক আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক পদে মুন্সি মাহবুবুর রহমান বাবু পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে সহসভাপতি পদে এসএম কামাল উদ্দীন জোয়াদ, সহসাধারণ সম্পাদক পদে জিএ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মামুন-উর-রহমান, দফতার সম্পাদক পদে কাজী সামসুর রহমান চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাড. আকিমুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুন্সি রায়হান উদ্দীন, নির্বাহী সদস্য পদে নারায়ণ চন্দ্র ভৌমিক, সালাউদ্দীন কাজল ও আবজালুর রহমান ধীরু নির্বাচিত হয়েছেন।

বার্র্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের ৩৫ জন সদস্যর মধ্যে ৩৩ জন উপস্থিত থেকে কমিটি গঠনে তাদের মতামত প্রকাশ করে। কমিটি গঠনের পূর্বে সাধারণ সম্পাদক এমআর বাবু বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য কামাল সিদ্দিকী বাবু, নারায়ণ ভৌমিক, এমএস আলম, সালাউদ্দীন কাজল, আবজালুর রহমান ধীরু, সেখ সামসুল আলম, মুন্সি রায়হান উদ্দিন, কাজি সামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম, ফয়সাল মাহতাব মানিক, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন, প্রভাষক জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান বিদ্যুৎ, মনিরুল ইসলাম, জহুরুল হক ও রজিবুল ইসলাম।

এদিকে জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন- জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তূজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, তরুণ আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির আঞ্চলিক পরিচালক আব্দুল মান্নান পিল্টু, জেলা পরিষদের সদস্য মোসাবুল হক লিটন, জেলা পরিষদ সদস্য শফিকুল আলম নান্নু, উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা।