ব্র্যাকের উদ্যোগে চুয়াডাঙ্গার খাসপাড়া গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামে আগুনে পুড়ে সর্বশান্ত তিনটি পরিবার সংবাদটি প্রকাশিত হলে ব্র্যাকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ঢেউটিন, হাড়ি পাতিল ও শাড়ি বিতরণ করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবব্রত পাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ মালামাল তুলে দেন।

এ ব্যাপারে ব্র্যাকের জেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত ১৭ ফেব্রুয়ারি খাসপাড়া গ্রামে আগুনে পুড়ে তিনটি পরিবার সর্বশান্ত সংবাদটি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশ হলে ব্র্যাকের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মধ্যে ৬ বা-িল ঢেউটিন, ৬ হাড়ি ও ৩ শাড়ি প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আয়ূব আলী, এইচআরডি অফিসার স্বপন কুমার, শাখা  ব্যবস্থাপক মেহেদি হাসান।