দামুড়হুদা ভগিরথপুরের সন্ত্রাসী মোশারেফ ও জিয়ার পুলিশের খাঁচায়

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ভগিরথপুর ক্যাম্প পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে মোশারেফ (৩৫) এবং জিয়ার (৪০) নামের দু সন্ত্রাসীকে আটক করেছে। আটক মোশারেফ উপজেলার ভগিরথপুর গ্রামের হযরত আলীর এবং জিয়ার একই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নের্তৃত্বে ভগিরথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে ভগিরথপুর বাজার এলাকা থেকে আটক করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, তাদেরকে ইটভাটায় চাঁদাবাজি এবং নতিপোতার সার ব্যবসায়ী মামুন অপহরণ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ওই ঘটনায় জড়িত কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বেশকিছু এলাকাবাসী বলেছেন, মোশারেফ এবং জিয়ার এলাকার চিহিৃত সন্ত্রাসী। তারা এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত। এছাড়া সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে পুলিশ মোশারেফকে ইতঃপূর্বে আটক করেছিলো। সে বেশকিছু দিন জেলহাজতে ছিলো।

Leave a comment