দামুড়হুদার ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম। এ সময় ভগিরথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বাকী বিল্লার উদ্যোগে বিদ্যালয়ের ২শ শিক্ষার্থীকে মিড ডে মিল খাওয়ানো হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা।

Leave a comment