জীবননগরে লাখ টাকায় দু ভিক্ষুক পুনর্বাসনের চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা

অচিরেই জীবননগর উপজেলাকে ভিক্ষকুমুক্ত ঘোষণা করা হবে
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোমী সদস্য পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে দু ভিক্ষুকের হাতে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে। বাঁকা ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল সোমবার এ চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ।
তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ভিক্ষুকদের পুনর্বাসনে কার্যক্রম চালু করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের এক দিনের বেতনের টাকা দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিভিন্নভাবে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, তবে সরকারি কোনো সহায়তা ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এ কাজে এগিয়ে আসায় তিনি ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অচিরেই উপজেলার ১৭৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে এ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিবির কনসালটেন্ট উন্নয়ন কর্মী ফাতেমা জোহরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মিতা খাতুন, সাবেক বৃহত্তর বাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সমৃদ্ধি কর্মসূচির বাঁকা ইউনিয়ন সমন্বয়নকারী আশরাফুজ্জামান। পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি ভিক্ষুকদের পুনর্বাসনের কর্মসূচির আওতায় গতকাল উপজেলার আলীপুর গ্রামের মৃত সুনাই শেখের ছেলে ভিক্ষুক আরব আলী (৬০) ও ঘোষনগর গ্রামের মৃত হযরত আলী ম-লের ছেলে আব্দুর রাজ্জাকের (৫০) হাতে এক লাখ টাকা করে দু লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

Leave a comment