যে বই বদলে দিলো কোহলির জীবন

 

মাথাভাঙ্গা মনিটর: বলা হয়ে থাকে বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। একটা বই বদলে দিতে পারে একটা মানুষের জীবন। লিখতে পারে সাফল্য, ব্যর্থতার কাহিনি। মানুষের জীবনে বইয়ের অবদান এমনটাই। ব্যতিক্রম নন স্বয়ং ভারত অধিনায়কও। বিরাট কোহলি খোলসা করলেন তার জীবনে বইয়ের অবদানের কথা। জানালেন কীভাবে একটি বই বদলে দিয়েছিলো তাকে।

সম্প্রতি পরপর চার সিরিজে চারটি ডবল সেঞ্চুরি। ছাপিয়ে গিয়েছেন ডোনাল্ড ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে। গত এক বছরের বেশি সময় ধরে রয়েছেন সাফল্যের শীর্ষে। ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই জানিয়েছেন তার সাফল্যের নেপথ্যে রয়েছে একটি বই। একটি জীবন কাহিনি। পরমহংস যোগানন্দর ‘অটোবায়োগ্রাফি অফ যোগি’ কীভাবে বদলে দিয়েছে বিরাটের জীবন, সেটাই তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে। কোহলি বলেন, ‘এটা আমার খুব প্রিয় বই। তাদের সকলেরই এই বই পড়া উচিত যারা নিজের চিন্তা-ভাবনা ও মতাদর্শকেই চ্যালেঞ্জের মুখে ফেলার সাহস রাখে। এই বইটি পড়ার পর, বোঝার পর এবং জীবনে সেই অনুযায়ী চলার পর সবটাই বদলে যাবে।’