চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের জেলা কমিটি গঠন

 

 

‘শ্রম দাসত্ব ভেঙে নারীকে বেরিয়ে আসতে হবে’ এই স্লোগান সামনে রেখে গত গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে বাংলাদেশ নারী মুক্তি সংসদের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে শামসুন্নাহারকে সভাপতি এবং দিলোরা খাতুনকে সাধারণ সম্পাাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ও বর্তমান কমিটির সভাপতি শামসুন্নাহার খাতুন। প্রধান অতিথি ছিলেন নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছালেহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জেলা কমিটির সদস্য জামাত আলী, ওয়াহেদ আলী, থানা কমিটির সদস্য আবদুল হামিদ, আনসার আলী, আবদুস সামাদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।