গাংনী সরকারি কলেজ সিক্স এ সাইড ক্রিকেটে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী সরকারি ডিগ্রি কলেজ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যানেজমেন্ট বিভাগ। গতকাল শনিবার দুুপুরে ফাইনাল খেলায় এইচএসসি মানবিক বিভাগকে ৭০ রানে পরাজিত করে। টস জিতে রানারআপ দল ফিল্ডিং নেয়। ব্যাট করতে মাঠে নেমে দুর্দন্ত পারফরম্যান্সে ছক্কা-চারের বন্যা বইয়ে দেয় চ্যাম্পিয়ন দলের দু ওপেনিং ব্যাটসম্যান তুহিন ৫৬ এবং হিরণ ৫১। নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেট ১২০ রানের বড় স্কোর গড়ে তোলে ম্যানেজমেন্ট বিভাগ।

জবাবে ব্যাট করতে নেমে বিজয়ী দলের বিধ্বংসী বলের তোপে ক্রিজে সুবিধা করতে পারেনি কোনো ব্যাটসম্যান। ৫ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৫০ রান।

গাংনী সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক হামিদুল ইসলাম ও বিএসএস ছাত্র ক্রিকেট পাগল শাকিল আহম্মেদ বাপ্পির উদ্যোগে এই প্রথমবারের মতো সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে আন্তঃকলেজের ১৬টি দল অংশগ্রহণ করে। স্কুল-কলেজে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু টুর্নামেন্ট আয়োজন অভাবে তারা বিকশিত হতে পারে না। তাদের খেলার সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মূল ধারায় ধরে রাখতে এই আয়োজন বলে জানান টুর্নামেন্ট আয়োজক শাকিল আহম্মেদ বাপ্পি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ছিলেন অধ্যক্ষ মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক রফিকুর রশিদ রিভজী।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে। এ টুর্নামেন্ট আয়োজন করায় বিভিন্ন মহল তাদের ভূয়সী প্রশংসা করেছে।