বিশ্ব টুকিটাকি : ফেসবুক ভিডিও দেখা যাবে টিভিতেও

পানির নিচে অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া?

মাথাভাঙ্গা মনিটর: পৃথিবীতে মহাদেশ সাতটি—অনেকেই এটা জানেন।  বিজ্ঞানীরা বলছেন, তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন, যেটি অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই বিস্তৃত এলাকা লুকিয়ে আছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে! নিউজিল্যান্ড এই মহাদেশের পানির ওপরে থাকা একমাত্র অংশ। বাকি সবটুকু পানির নিচে। এ কারণেই বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছেন জিল্যান্ডিয়া। আকারে এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান। বিজ্ঞানীদের ভাষ্যমতে, জিল্যান্ডিয়া দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে গেছে। তাই এই মহাদেশের নাম দেয়া হয়েছে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া দুই দেশ মিলিয়ে। বিজ্ঞানীরা বলছেন, নিউজিল্যান্ড আসলে এই মহাদেশেরই জেগে থাকা অংশ। বলা যেতে পারে, এই মহাদেশের পর্বতচূড়া।

 

ফেসবুক ভিডিও দেখা যাবে টিভিতেও

মাথাভাঙ্গা মনিটর: ফেসবুক পেজে বন্ধুরা হরহামেশা ভিডিও শেয়ার করে থাকে। ওইসব ভিডিও দেখতে হলে হয় হাতে থাকতে হবে স্মার্টফোন কিংবা খুলে বসতে হবে ল্যাপটপ। কিন্তু ফেসবুক এবার আপনার জন্য যে ব্যবস্থা করছে তা দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়াও দেখতে পাবেন ফেসবুকের ভিডিও। ফেসবুকের নতুন টিভি অ্যাপ দিয়ে ফেসবুক ভিডিও

The Facebook logo is displayed on their website in an illustration photo taken in Bordeaux, France, February 1, 2017. REUTERS/Regis Duvignau

দেখতে পাবেন আপনার বাড়ির ড্রয়িংরুমে বসেও। স্মার্ট টিভিতে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, শিগগিরই ফেসবুক আনতে চলেছে টিভি অ্যাপ। এই অ্যাপ টিভিতে ইনস্টল করে আপনি টিভির পর্দাতেই দেখতে পাবেন ফেসবুক পেজে শেয়ার করা সব ভিডিও। এমনকি টিভিতে দেখা যাবে ফেসবুক লাইভের ভিডিও-ও। তবে এই অ্যাপ শুধু স্মার্ট টিভির জন্য। আপাতত তা পাওয়া যাবে অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং স্যামসাং স্মার্ট টিভির স্টোরে। শুধু ভিডিও দেখাই নয়; সোশ্যাল মিডিয়া জায়ান্টের এই নতুন অ্যাপে থাকবে সেভ অপশনও। ফেসবুকের যাবতীয় ভিডিও আপনি এই অ্যাপে সেভ করে রাখতে পারবেন। এসবের সাথে ভিডিও-র একটি নতুন ফিচারের কথাও জানিয়েছে ফেসবুক। এবার ভিডিওর ওপর স্ক্রল করেই আওয়াজ কমানো বা বাড়ানো যাবে।