তৃতীয় এনপিএল ক্রিকেট লিগে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত ওয়ালন্টন কিংস

 

স্টাফ রিপোর্টার: তৃতীয় এনপিএল ক্রিকেট লিগে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হলো ওয়ালন্টন কিংস। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ওয়ালন্টস কিংস ও ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস। টসে জিতে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস প্রথমে ব্যাটিং করে  ১৩২ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ওয়াল্টন কিংস জয়ের লক্ষ্যে পৌছে যায়। ৪ উইকেটে জয়লাভের মাধ্যমে তৃতীয় এনপিএল ক্রিকেট লিগে প্রথম দল হিসেবে ওয়াল্টন কি্সং ফাইনালে উন্নীত হলো। বিজয়ী দলের অধিনায়ক বিপ্লব ম্যান অবদি ম্যাচ ও হায়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে। এছাড়া বিগ সিক্স ও হায়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে রশিদুল আহম্মেদ। ফাইনালে উন্নীত হওয়ায় ওযালন্টন কিংসের মালিক সোয়াদ জোয়ার্দ্দার খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছে। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জাকির মর্টস ও জাভিদ মটরস্রে স্বত্বাধিকারী জাকির হোসেন, অভিভাবক সদস্য রাইতাল হক ও সাব্বির কামাল। এছাড়া সেমিফাইনাল ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শরীফ জোয়ার্দ্দার ও শিহাব বারী।