গ্রুপের সাথে যারা বেঈমানি করেছে তাদের ঠিকানা হবে আস্তাকুড়েই

জীবননগরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তরা

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ইসলামী ব্যাংক সংলগ্ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের ছেলুন গ্রুপ এ দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করে।

দোয়া অনুষ্ঠানে ও আলোচনাসভায় বক্তরা ভারতে চিকিৎসাধীন দলের বর্ষীয়ান নেতা হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করে বলেন, দলের নেতাকর্মীদের সাথে কোওনাপ্রকার আলোচনা না করেই সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাসিল করতে গ্রুপের কিছু নেতা রাতারাতি গ্রুপ ত্যাগ করেছেন। বক্তরা বলেন, যারা বেঈমানী করে গ্রুপ ত্যাগ করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়েছেন অচিরেই তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুড়েই। মোশাররফ হোসেন মিয়া, উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও দলের উদয়ীমান নেতা নজরুল মল্লিকের নেতৃত্বে ছেলুন গ্রুপ অচিরেই শক্তিশালী হয়ে জীবননগর উপজেলায় নেতৃত্ব প্রদান করবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার রাজনৈতিক নীতি বির্সজনের ধিক্কার জানান এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকা- গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেণ।

জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মখলেচুর রহমান টজো, সাবেক বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাস্টার, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা সোহরাব হোসেন, বাঁকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ বিশ্বাস,  জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা শফিকুল ইসলাম নান্নু, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল বাশার মাস্টার, যুবলীগ নেতা আকিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা চঞ্জল কুমার ও প্রজন্মলীগের নেতা পলাশ।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি দলের উদয়ীমান তরুণ নেতা নজরুল মল্লিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাকির বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা মির্জা হাকিবুল ইসলাম লিটন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারেজ উদ্দিন, শফিকুল ইসলাম, শাহাবুল ও রুনু। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।