৯ পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন ২৫ প্রার্থী

দামুড়হুদা উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়ন নির্বাচন কাল

 

দর্শনা অফিস: এই প্রথম দামুড়হুদা উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশ জাঁকজমকপূর্ণভাবে নির্বাচনের লড়াইয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্মাণ শ্রমিকদের সভা-সমাবেশে নির্বাচনের মাঠ গরম হয়ে উঠেছে। খণ্ড খণ্ড মিছিলে আরো মুখরিত করে তুলেছে ভোটের মাঠ। ছবি ও প্রতীক সংবলিত পোস্টারে যেন ছেয়ে রাখা হয়েছে নির্বাচনী এলাকা। গত ২০ জানুয়ারি সাধারণসভার মাধ্যমে নির্বাচনের আলোচনা উঠে আসে। গঠন করা হয় নির্বাচন পরিচালনা পর্ষদ। অ্যাড. শহিদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যরা হলেন- হাজি আকমত আলী ও আব্দুল কুদ্দুস। ২১ জানুয়ারি এ নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা পর্ষদের দেয়া তথ্যে জানা গেছে, দামুড়হুদা উপজেলা এলাকায় ভোটার সংখ্যা ১ হাজার ১২৬ জন। আগামিকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালোটের মাধ্যমে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহনের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পর্ষদ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও দুটি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাসান ও হাকিম। ফলে কমিটির ৯ টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে মাঠে রয়েছেন। সভাপতি পদে আমজাদ হোসেন (বাইসাইকেল), আনোয়ারুল ইসলাম (আনারস) ও সাজ্জাদ আলী (চাঁদতারা) প্রতীকে লড়ছেন। সহসভাপতি পদে ইসরাফিল হোসেন (চাকা) ও মানিক মিয়া (খেজুরগাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে আ. খালেক (ছাতা), মফিজ মালিথা (গরুর গাড়ি) ও জাহিদুল ইসলাম (মাছ) প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। সহসাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম (চেয়ার), সবেবরাত হোসেন (বই), রুবেল (বালতি) ও আমির হোসেন (টেবিল) প্রতীকে মাঠে রয়েছেন। কোষাধ্যক্ষ পদে ফজলু মল্লিক (তালাচাবি) ও আব্দুল মজিদ (হাতপাখা), দফতর সম্পাদক পদে ইমন হাসান (ফুটবল) ও আব্দুল্লাহ (মোরগ) প্রতীকে ভোট লড়াই করছেন। ৫টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সাজ্জাদ হোসেন (হাতুড়ি), জিনারুল ইসলাম (চশমা), ২ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন (আম), বাদল (হাতুড়ি), সাইফুল (চশমা), সেলিম উদ্দিন (তলোয়ার) প্রতীকে মাঠে রয়েছেন। ৩ নং ওয়ার্ডে আ. হাকিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডে ফিরোজ হোসেন (হাতুড়ি), বাব (আম) ও সাইদুর (চশমা) প্রতীকে নির্বাচন করছেন। ৫ নং ওয়ার্ডে হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।