সরোজগঞ্জ প্রতিনিধি: যৌতুকলোভী পাষণ্ড স্বামীর অমানুষিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গার গোস্টবিহারের রিতা খাতুন ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের গোস্টবিহার গ্রামের ইকতার আলীর মেয়ে রিতা খাতুনের বছর ৪ আগে একই উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামের রেজাউল হোসেনের ছেলে ইনামুল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের ১ বছর যেতে না যেতেই যৌতুকের দাবিতে গৃহবধূ রিতা খাতুনের ওপর পাষাণ্ড স্বামী, শাশুড়ি, দেবর মিলে চালাতে থাকে অমানুষিক নির্যাতন। মেয়ের সুখের কথা ভেবে ইকতার আলী অনেক কষ্টে প্রথম দফায় জামাইয়ের হাতে তুলে দেন ৭০ হাজার টাকা। তার কিছুদিন পর ১টি গরু। যৌতুকের টাকা কম হওয়ায় আবার ও শুরু করে নির্যাতন। নির্যাতন সইতে না পেরে রিতা খাতুন চলে আসে পিতার বাড়িতে। স্বামী তার ভুল স্বীকার করে রিতা খাতুনকে নিয়ে যায় তার নিজ বাড়িতে । এর মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রিতাকে তার পিতার নিকট থেকে ৫০ হাজার টাকা আনতে বলে। রিতা টাকা না আনতে চাইলে স্বামী ইনামুল, শাশুড়ি দানাহার খাতুন ও দেবর মিনারুল মিলে পিটিয়ে জখম করেতাকে। রিতা খাতুনকে পরিবারের লোকজন উদ্ধার করে সরোজগঞ্জ বাজারের এক চিকিৎসকের নিকট নেয়। এই ব্যাপারের মামলা করা হবে জানিয়েছে রিতার মা মুক্তা খাতুন ।