সিসি ক্যামেরাই ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বৃদ্ধার বয়স্ক ভাতা’র টাকা ফ্লিম স্টাইলে লুট

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতা’র টাকা তুলে দরিদ্র বয়স্ক বৃদ্ধা মহিলা বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ রেলস্টেশনের কাছে অভিনব কায়দায় টাকা নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা অব্যহত রয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়েনের রোয়াকুলি গ্রামের মৃত কালু মণ্ডলের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগম (৮৫) গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতা’র টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে মুন্সিগঞ্জ রেলগেটে আসলে নাম না জানা এক যুবক বৃদ্ধাকে বলে নানি আমার ছেলে হয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ছেলে হলে তোমাকে ৩শ টাকা দেবো। আমার কাছে ১ হাজার টাকার নোট আছে তোমার কাছে ভাঙতি থাকলে দাও। বৃদ্ধা বলেন না আমার কাছে ভাঙতি নেই, আমার আচলে ৩টি ১ হাজার টাকার নোট আছে। তখন ওই যুবক আচল থেকে টাকা খুলে ভাঙতি করার নাম করে পালিয়ে যায়। বৃদ্ধা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অবশেষ জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকনের কাছে বিচার দাবি করেন। তখন সিসি টিভির ফুটেজ দেখে চোরের ছবি সংগ্রহ করা হয়। তিনি বলেন খুব দ্রুত চোর শনাক্তের কাজ চলছে।