চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম

 

স্টাফ রিপোর্টার: সিভিল সার্জন হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেছেন ডা. রওশন আরা বেগম। তিনি গতকাল মঙ্গলবার সকালে দ্বায়িত্বভার গ্রহণ করেন। ডা. রওশন আরা বেগম চুয়াডাঙ্গা আলমডাঙ্গার থানাপাড়ার ব্যবসায়ী সহিদুল ইসলামে সহধর্মীনী। গতকাল মঙ্গলবার সকালে নবাগত সিভিল সার্জন রওশন আরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান বিএমের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলী হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা.মাহবুবুর রহমান মিলন, ডা. আউলিয়ার রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আরমান আলী শেখ, হেলথ এডুকেশন অফিসার রবজেল হক, পরিসংখ্যান বিদ আকতার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম, বদরুল আলম লাবলুসহ কর্মকর্তা ও কর্মচারীগণ। ডা. রওশন আরা বেগম ১৯৮৭ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে নোয়াখালী, কক্সবাজার, কুষ্টিয়া, আলমডাঙ্গা, জীবননগরসহ বিভিন্ন স্থানে সুনামের সাথে নিজ দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদন্নোতি পেয়ে চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জীবননগরে উপজেলা স্বাস্থ পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নবাগত সিভিল সার্জন রওশন আরা বেগম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার থানা পাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী সহিদুল ইসলামের সহধর্মীনী। তাদের একমাত্র সন্তান ডা. শফিকুল ইসলাম। তিনি মালদ্বীপে হেলথ মিনিস্ট্রিতে কর্মরত আছেন। নবাগত সিভিল সার্জন তার নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।