ম্যারাথনে অংশ নিয়ে মহিলা দৌড়বিদের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: হংকং ম্যারাথনে অংশ নেয়া ৫২ বছর বয়সী এক মহিলা এথলেট মারা গেছেন। গত রোববার ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অসুস্থ হওয়ার একদিন পর আজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ফিনিশিং লাইন স্পর্শ করার পরই গতকাল রোববার অসুস্থ হয়ে পড়েন এই সৌখিন অ্যাথলেট। এ ম্যারাথন দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলো আনুমানিক ৭৪ হাজার দর্শক। নীল আকাশের নিচে এই ম্যারাথন অনুষ্ঠিত হলেও বায়ুমণ্ডলের দূষণ ছিলো অস্বাস্থ্যকর। যেখানে দূষণের মাত্রা ছিলো ১২৬।

ওই মহিলাসহ সেখানে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে অন্তত ১১ জনকে রোববারই হাসপাতালে নিতে হয়েছে। যাদের মধ্যে আরো দু জনের অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। কর্তৃপক্ষ গতকাল সোমবার জানায় ভর্তিকৃতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে রয়েছে, তবে তারা এখন শঙ্কামুক্ত।

পুরুষ বিভাগে ৪২ কিলোমিটারের মুল প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা টাইমিং নিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার বিজুনেহ মেলাকু বেলাচেও। ২ ঘণ্টা ১০ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। মহিলাদের প্রতিযোগিতায়ও সেরার মুকুট লাভ করেছেন ইথিওপিয়ার প্রমীলা দৌড়বিদ গুলুমে টলেসা চালা। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৩৩ মিনিট ৩৯ সেকেন্ড।