চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খালেক-তপন জুটি চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সমাপনী হলো  চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ-২০১৭ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় চত্বরে ওই টুর্ণামেন্টের ফাইনালে মুখোমুখী হয় চিফ জুডিসিয়াল-২ (তপন রায়-খালেক) জুটি ও পুলিশ লাইন্স (আনোয়ার-ইমামুল) জুটি । ফাইনালে তপন রায়-খালেক জুটি ২-০ সেটে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জুটির আনোয়ার-ইমামুল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হয়। ফাইনাল খেলা শেষে চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলোয়েত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ তপন রায়, চুয়াডাঙ্গা  জেলা পরিষদের  চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ্য কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের  ডেপুটি জেরারেল ম্যানেজার আমির হোসেন, উপ-পরিকচালক বিএডিসি তাজুল ইসলাম ভূইয়া, সিপির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মি. শান্তি ওং পানিয়া, ওজোপাডিকোর নির্বাহী প্রৌকশলী সবুত্তগীন ও এলজিইডির নিবার্হী প্রোকৌশলী আশরাফুল ইসলাম । এছাড়া পুলিশের পদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওসি ডিবি এএইচএম কামরুজ্জামান, ডিআইও-১, এসআই হাফিজুর রহমান, আমির আব্বাসসহ পুলিশ সদস্যগণ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান রাসেল।