মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে ১৮ বছর ধরে নিখোঁজ চুয়াডাঙ্গা নিমতলার মকে

পদ্মবিলা প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে নিখোঁজ চ্য়ুাডাঙ্গার নিমতলার মফিজ উদ্দিন ওরফে মকে। মালয়েশিয়ায় পাড়ি জমানোর পর প্রথমদিকে বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করলেও কিছুদিনের মাথায় যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। তার ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা জানে না নিকটজনেরা। দীর্ঘ ১৮ বছর মকের আশায় পথ চেয়ে বসে আছে তার স্ত্রীসহ দু সন্তান।
স্থানীয়রা বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের নিমতলা গ্রামের বিশারত আলীর ছেলে মফিজ উদ্দীন মকে এক ছেলে এক মেয়েসহ স্ত্রী রেখে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি জমায়। পরিবারের সদস্যরা বলেন, কয়েক মাস বেশ ভালোভাবেই যোগাযোগ করে। হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেন যোগাযোগগ বন্ধ হয়, কী হয়েছে তার? এসব প্রশ্নের জবাব জানবে কীভাবে? দীর্ঘ ১৮ বছর ধরে পথ চেয়ে আছে বাড়ির লোকজন।