ঢাকায় ফুলকপি বিক্রি করে চুয়াডাঙ্গায় ফেরার পথে কোচে অজ্ঞান

অজ্ঞান পার্টির সদস্যরা নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট
স্টাফ রিপোর্টার: ঢাকায় ফুলকপি বিক্রি করে বাড়ি চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র গ্রামে ফেরার পথে কোচে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন আজিজুল ইসলাম (৩৫)। গতকাল সন্ধ্যায় তাকে রয়েল এক্সপ্রেস থেকে ডিঙ্গেদহে নামিয়ে দেয়া হলে নিকটজনেরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আজিজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র গ্রামের খবির উদ্দীনের ছেলে। তিনি ফুলকপি বিক্রি করে ঢাকা থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। ঢাকার গাবতলী থেকে গতকাল বিকেল ৩টায় রয়েল এক্সপ্রেসের একটি কোচে ওঠেন। পথিমধ্যে অজ্ঞান হয়ে পড়েন। কোথায় তিনি কার পাল্লায় পড়ে কী খেয়ে অজ্ঞান হয়েছেন, তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা বলেছেন, সন্ধ্যায় মোবাইলফোনে জানানো হয় ঢাকা থেকে ফেরার পথে অজ্ঞান হয়ে পড়েছে। আজিজুলকে ডিঙ্গেদহে নামিয়ে দেয়া হয়েছে। এ খবর পেয়ে নিকটজনেরা দ্রুত ডিঙ্গেদহে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল অজ্ঞানপার্টির সদস্যরা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে।