জীবননগর লক্ষ্মীপুরে জামাল এগ্রোর অফিস কক্ষের আলমারির তালা ভেঙে চুরি

জীবননগর ব্যুরো: জীবননগর লক্ষ্মীপুরে অবস্থিত জামাল এগ্রো ফুডে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জুম্মার নামাজ আদায়ের জন্য সাবেক পৌর কাউন্সিলর আব্দুল ওহাব অফিসের সার্টার নামিয়ে তালা না লাগিয়ে মসজিদে গেলে দু জন যুবক মোটরসাইকেলযোগে এসে দরজা খুলে আলমারির তালা ভেঙে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
জামাল এগ্রো ফুডের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক জামাল হোসেন জানান, লক্ষ্মীপুরে অবস্থিত তাদের জামাল এগ্রো ফুডের অফিস কক্ষের সার্টার দরজা বন্ধ করে তার পিতা সাবেক পৌর কাউন্সিলর আব্দুল ওহাব জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। তিনি সার্টার বন্ধ করলেও তালা লাগাননি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুপুর ২টা ৪৫ মিনিটের সময় দুজন যুবক একটি লাল রঙের ইয়ামাহা এফজেড মোটরসাইকেলযোগে এসে অফিসের বন্ধ সার্টার টেনে খোলেন। পরে তারা অফিসের মধ্যে ঢুকে ক্যাশ বাক্সসহ দুটি আলমারির তালা ভেঙে ভেতরে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, বাইরে রয়েছেন। বাড়িতে ফিরে সিসি টিভির ফুটেজ দেখে উক্ত চোরচক্রের সদস্যদের পরিচয় উন্মোচনের চেষ্টাসহ তাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করা হবে।