আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকার ১৪ মাদকব্যবসায়ীসহ ১৬ জন আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকার ১৪ জন মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। মাদকব্যবসায়ীদের নিকট থেকে গাঁজা ও হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালায়। সে সময় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৪ জন মাদকব্যবসায়ীকে আটক করে। এরা হলেন মুন্সিগঞ্জের মাঝেরপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩০)। তার নিকট  থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। হারদী কৃষিপাড়ার মৃত আকুব্বর আলীর ছেলে উজ্জ্বল  হোসেন (২২)। তার নিকট থেকে ৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। নওদা ব-বিলের মৃত মন্টু মালিথার ছেলে সজল (৩৫)। তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। নাগদাহ গ্রামের আবু শ্যামার ছেলে সবুজ (৩০), একই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোজাম্মেল হোসেন (৬৫), মৃত আকবর আলীর ছেলে এরশাদ আলী (৩০), আমিরুল্লাহর ছেলে আনারুল ইসলাম (৩০), মৃত কলিম উদ্দীনের ছেলে সেন্টু (৫০), আশাদুল ইসলামের  ছেলে মানিক (৩০), আলতাফ ম-লের  ছেলে মিনারুল ইসলাম (২৬)। নাগদাহ গ্রামের এ ৭ মাদকব্যবসায়ীর নিকট থেকে পুলিশ ১৪ পুরিয়া গাঁজা ও ২১ পুরিয়া হেরোইন উদ্ধার করে। একই রাতে বড় গাংনীর মাদরাসাপাড়ার হাশেম আলীর ছেলে রফিকুল ইসলাম (২২) ও মৃত এলাহি ম-লের ছেলে সিদ্দিক আলী (৩৪)। এদের নিকট থেকে ৮ পুরিয়া হেরোইন ও ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করে। নওদা দুর্গাপুরের মৃত খোদা বক্সের  ছেলে সাইফুল ইসলাম (২৭) ও গোপী বল্লভপুরের মৃত খেদ আলীর ছেলে জামাল উদ্দীনকে (৫০) আটক করে। তাদের নিকট থেকে ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই রাতে নিয়োমিত আসামি মধুপুর গ্রামের আসর আলীর ছেলে রাহাত আলী (৩৫) ও আসাননগর গ্রামের আকরাম হোসেনের  ছেলে ওয়ারেন্টি লিমনকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের সবাইকে গতকাল সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।