ইবির আইন বিভাগে অ্যালামনাই সম্মেলন

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জমকালো আয়োজনে নবীন প্রবীণদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

বিভাগসূত্রে জানা যায়, ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের যাত্রা শুরু। ইতোমধ্যে বিভাগটি পার করেছে ৩০ বছর। সাবেক শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে আইনসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন ঘটাতে বৃহস্পতিবার প্রথম অ্যালামনাই সম্মেলননের আয়োজন করে আইন বিভাগ। অ্যালামনাই অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়।

বিভাগীয় শিক্ষার্থী শাহিদা আক্তার আশা ও শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ও বিভাগীয় জৈষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. সেলিম তোহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার, সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, কেএম মাসুদ রুমী, শাহ মঞ্জুরুল হক প্রমুখ। আলোচনাসভা শেষে বিকেল সাড়ে ৩টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a comment