মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসল উৎপাদন কলা কৌশলের দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাষি পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেযাঁজ বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত ২০ জন কৃষকের মাঝে সরিষার বীজ সংরক্ষণের জন্য বীজপাত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ১১টায় মুজিবনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে কৃষক প্রশিক্ষণ ও বীজ পাত্র বিতরণ করেন। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্র্যাকের ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ।