জীবননগরে কর্মচারীকে বোকা বানিয়ে ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি

 

 

জীবননগর ব্যুরো: বালক কর্মচারীকে বোকা বানিয়ে জীবননগরে সংধবদ্ধ চোরচক্র টাকা চুরি করেছে। মুহূর্তের মধ্যে ক্যাশ ভেঙে নিয়ে গেছে চাল বিক্রির ১২ হাজার টাকা। গতকাল বুধবার দুপুরে জীবননগর হাইস্কুল মার্কেটের জীবননগর চাল ঘরে এ চুরির ঘটনা ঘটে।

জীবননগর হাইস্কুল মার্কেটে হাজি ইসরাইল হোসেন জীবননগর চাউল নামে একটি চালের দোকান পরিচালনা করেন। দুপুরে তিনি তার কর্মস্থলে ছিলেন। দোকানদারী করছিলেন কর্মচারী সবুজ (১৬)। এসময় চাল কেনার অজুহাতে দু চোর তার দোকানে আসে। এসময় তারা সবুজের নিকট কোন চালের কেমন দাম জানে। তারা এ সময় দোকান মালিক ইসরাইল হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বলার মিথ্যা নাটক করে। একপর্যায়ে একজন সবুজকে দুরের দোকান থেকে একটি সিগারেট কিনা আনার জন্য টাকা দেয়। সবুজ সিগারেট কিনতে গেলে মুহূর্তের চোরচক্র ক্যাশ বাক্সের ড্রায়ারের তালা ভেঙে ১২ হাজার টাকা চুরি করে সটকে পড়ে বলে জানা গেছে।

Leave a comment