চেক জালিয়াতি মামলায় আলমডাঙ্গার লক্ষ¥ীপুরের ডালিমের জেল-জরিমানা

 

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চেক জালিয়াতি মামলায় আলমডাঙ্গার লক্ষ¥ীপুরের ডালিম হোসেনের ৮ মাসের জেল ও ৮ লাখ জরিমানার আদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা যুগ্ম জেলা জজ-১ বিচারক আব্দুর রহিম বুধবার আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন। এর আগে একই ব্যক্তির পৃথক চেক জালিয়াতি মামরায় ১ বছরের কারাদ- ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন একই আদালত।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের লক্ষ¥ীপুর গ্রামের আব্দুল বারির ছেলে ডালিম হোসেন ২০১৬ সালে ব্যবসায়ী লেনদেন চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে শাহিনুল ইসলামের ৮ লাখ টাকা চেক প্রদান করেন। সেই চেকে ব্যাংকে টাকা না থাকায় চুয়াডাঙ্গা কোর্টে শাহিনুল ইসলাম বাদী হয়ে ডালিম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা যুগ্ম জেলা জজ-১ বিচারকার্য শুরু হয়। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতে ১০ মাসের জেল ৮ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এছাড়া একই ব্যক্তির বিরুদ্ধে ৮ জানুয়ারি একই  আদালতে ১ বছরের জেল ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a comment