চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় জন আহত হয়েছেন গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদার জয়রামপুর স্কুল বটতলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলা মোটরসাইকেল আরহী আহত হয়েছেন এদিকে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের সামনে আলমসাধুমোটরসাইলেক মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার বিষ্ণুপুর গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৪২) মোটরসাইকেলযোগে দর্শনায় যাচ্ছিলেন জয়রামপুর স্কুল বটতলায় পৌঁছুলে এক নারীর সাথে ধাক্কা লেগে আছড়ে পড়েন এতে ওই নারী মোটরসাইকেলচালক গুরত্বর আহত হন জয়রামপুর দিঘিরপাড়ার মজনুর স্ত্রী শাহিমা খাতুন (৪০) রাশেদুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে তাদের দুজনেরই বাম পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎিসক

অপরদিকে, দামুড়হুদার কলাবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৩৫) তার খালাতো ভাই দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার আমিরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২২) মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা স্টেশনের দিকে যাচ্ছিলেন কলেজ রোড়ের গণপূর্ত বিভাগের সামনে পৌঁছুলে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে তারা দুজনই আছড়ে পড়ে আহত হন মোহাম্মদ আলী খাইরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন

Leave a comment