চুয়াডাঙ্গার সরোজগঞ্জে রাস্তার পাশে গুঁড়িকাঠ রেখে ব্যবসা : প্রতিবেদন প্রকাশের পর উন্নয়ন সংঘের উদ্যোগে রাস্তার দু পাশ কাঠ মুক্ত

 

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে রাস্তার দু পাশে কাঠের গুঁড়ি রেখে ব্যাবস প্রতিবেদন অনেক বার দৈনিক মাথাভাঙ্গা প্রকাশিত হওয়ার পর গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সরোজগঞ্জ উন্নয়ন সংঘের সদস্যরা কাঠ ব্যবসায়ীদের সাথে কথা বলে রাস্তার দু পাশের গুঁড়ি কাঠ অপসারণ করেন সময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ উন্নয়ন সংঘের আহ্বায়ক আক্তার আরেফিন, সঞ্জয় কুমার ঘোষ, আব্দুল আজিজ, মোতালেব হোসেন, সুজন মিয়া মিজান হোসেন, আসলাম উদ্দিন, কামাল হোসেন, সাইফুল ইসলাম, সাহাবুল হোসেন, উপদেষ্টা সদস্য হাজি আতর আলী বিশ্বাস, ষষ্ঠি চরণ কর্মকার, শাহাজান আলী পচা প্রমুখ সময় সরোজগঞ্জ উন্নয়ন সংঘের আহ্বায়ক বলেন, জনগণসহ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রাস্তায় চলাচল করা বেশ কষ্টকর, এই ধরনের  প্রতিবেদন  দৈনিক মাথাভাঙ্গা দেখেই আমাদের সদস্য নিয়ে রাস্তার দু পাশের গুঁড়ি কাঠ অপসারণ করার চেষ্টা করি তিনি আরও বলেন জনসাধারণের ক্ষতি হয় এমন কিছু পেলে আমাদের সদস্যদের নিয়ে সেই সব সমস্যা সমাধান করবো এটায় আমাদের কাম্য

Leave a comment