কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছি –কার্পাসডাঙ্গার বিভিন্ন স্কুল, কলেজ, প্রাইভেট ও কোচিং সেন্টারের প্রবেশপথকে ঘিরে বখাটে ছেলেদের উৎপাত বেড়েছে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকরাও উদ্বিগ্ন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ ঘিরে গড়ে ওঠা রকমারি দোকানে প্রকাশ্যে ধূমপানসহ আড্ডাবাজির নামে কিংবা কেরামবোর্ড খেলার ছলে ঘণ্টার পর ঘণ্টা ধরে বখাটে তরুণরা সময়ক্ষেপণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ওসব বখাটে মেয়েদের উত্ত্যক্ত করছে। যাতায়াতের পথে নানা রকম কটূক্তি ও অশোভন আচরণ করে তারা। এসব বখাটের অধিকাংশই এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান বলে জানা যায়। প্রশাসনের নীরব ভূমিকায় এই অবস্থা দিনদিন বাড়ছে বলে অনেকেই অভিযোগ করেছে। বখাটে উৎপাতে লেখাপড়া বন্ধ করে অনেক অভিভাবক তাদের নাবালিকা মেয়েদের বিয়ে দিতে উদ্যোগী হচ্ছেন। কুড়–লগাছি-কার্পাসডাঙ্গা, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসা, কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসা, কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়, কুড়–লগাছি দাখিল মাদরাসা। এছাড়াও কয়েকটি কোচিং সেন্টার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বখাটে উৎপাতের শিকার হচ্ছে বলে জানা গেছে। কয়েকজন অভিভাবক জানান, মেয়েদের স্কুল, কলেজ বা কোচিংয়ে যাতায়াতের পথে বখাটে ছেলেরা যেভাবে বসে থাকে এবং নানা ধরনের কটূক্তি করে কথা বলে ও অশোভন আচরণ করে। তাদের কথায় কর্ণপাত না করলে বিভিন্নভাবে হুমকিও দেয়া হচ্ছে। ফলে মেয়েরা স্কুল-কলেজে যেতে সংকোচ বোধ করছে। বিশেষ করে কুড়–লগাছি কদমতলায়, কুড়–লগাছি কবরস্থান মোড়ে, কুড়–লগাছি আনন্দবাজার, চ-িপুর পুকুরমোড়ের দোকানে, কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে, কাস্টসম মোড়ে। এ ব্যাপারে তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।